সমাচার
আগামী শনিবার ও রবিবার আগরতলায়, হায়দ্রাবাদ থেকে আগত কনসালটেন্ট সাইকোলজিস্ট শ্রী রাম কৃষ্ণের পরিচালনায় দুটো সেমিনার অনুষ্ঠিত হবে।
পাবলিক প্রোগ্রাম
১. প্রথমটি হবে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ব বিদ্যালয়ের বাধারঘাট শাখায়
তারিখ – ২৭– ৪– ২০১৯ (শনিবার) সময়- সন্ধ্যা ৬ টা।
বিষয়: মানসিক চাপ মুক্তির জন্য একাগ্রতা বৃদ্ধি।
২ দ্বিতীয়টি হবে ব্রহ্মা কুমারীজের বনমালীপুর শাখায়
তারিখ – ২৮– ৪– ২০১৯ (রবিবার) সময়- সন্ধ্যা ৬ টা।
বিষয়: আনন্দপূর্ণ জীবন যাত্রার জন্য ইতিবাচক মনোবিজ্ঞান।
এই সেমিনারে অংশগ্রহণের জন্য সবাইকে সাদর আমন্ত্রণ, অংশগ্রহণ বিনামূল্যে ।
ব্রাহ্মণদের প্রোগ্রাম
ব্রাহ্মণদের জন্য Araliaয় বিশেষ ক্লাস রবিবার সকাল ।
মানবতার সেবায়
ব্রহ্মা কুমারী কবিতা।
Source: BK Global News Feed
Comment here